স্বপন বিশ্বাস, শালিখা প্রতিনিধিঃ আগামী উপজেলা নির্বাচনে মাগুরা জেলার শালিখা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবলীগ নেতা মুন্সী আলমগীর হোসেন ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। ইতি মধ্যে আ.লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। শালিখা উপজেলার আমৃত আওয়ামীলীগের সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি ইসরাইল হোসেনের জেষ্ট্য পুত্র হিসাবে বিগত দিনে এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন। এছাড়া তিনি ব্যক্তিগত জীবনে শালিখা উপজেলার নাগরিক কমিটির সভাপতি, পৌরসভার দাবির সভাপতি, আড়পাড়া বণিক সমিতির কোষাধ্যক্ষ, উপজেলা পূনবহাল রাখার আন্দোলন কমিটির সভাপতি, ও যুবলীগ নেতা হিসাবে উপজেলার বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের মধ্যে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন জনসেবা মূলক কাজ করেছেন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সক্রিয় ভাবে কাজ করছেন। এলাকার বিভিন্ন ব্যক্তিরা ধারনা করছেন তার মত উদীয়মান নেতা যদি উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন তাহলে এলাকার ব্যাপক উন্নয়ন হওয়া সম্ভব।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.