গোফরান পলাশ, পটুয়াখালী: জাতীয় দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, মহিপুর প্রেসক্লাব ও কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকরা।
দেশের খ্যাতিমান এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু, সম্পাদক মোহসীন পারভেজ, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি কবির তালুকদার, সম্পাদক জাহিদুল ইসলাম রিপন, রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এসকে রঞ্জন, সম্পাদক সুজন মৃধা, মহিপুর প্রেসক্লাব’র সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক মো: নাসির উদ্দীন, কুয়াকাটা প্রেসক্লাব’র সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, সম্পাদক কাজী সাইদ সহ কলাপাড়ায় কর্মরত অনলাইন নিউজপোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা। একই সাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তারা।
প্রসংগত; দেশের খ্যাতিমান এ সাংবাদিক মঙ্গলবার ভোর চার টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশ হারালো একজন গুনী সাংবাদিককে।