দর্পণ ডেস্ক : আজ বুধবার দুপুর ১টা ৩৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের ৪৭ সদস্যকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

এই প্রথম এক সাথে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন।

এসময় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সূরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

নব গঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা ঢাকা সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে বুধবার সকাল ৭টায় এনা পরিবহনের ৩টি বাসে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। তারা দুপুর ১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান।