দর্পণ ডেস্ক : আজ বুধবার নয়াদিল্লিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই রিয়াকোভ সাংবাদিকদের বলেছেন, ‘নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে’।
তিনি বলেন, চুক্তিতে ভারতকে যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে তা রক্ষা করা হবে। কোনো রকম বিলম্ব না করে চুক্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখের মধ্যে এস-৪০০ ভারতকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
(পুতিন এবং মোদি)
গত অক্টোবরে এস-৪০০ ভারতকে সরবরাহ করার জন্য মস্কো এবং নয়াদিল্লি এক চুক্তি করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু’দিনের ভারত সফরকালে পাঁচশ কোটি ডলারের বেশি এ চু্ক্তি সই করা হয়। রুশ মুদ্রায় এ চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ।
(রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০)
এস-৪০০ রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চারপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো বিমান শনাক্ত এবং তা ধ্বংস করা সম্ভব। পাশাপাশি শত্রুর ছুঁড়ে দেয়া যেকোনো ক্ষেপণাস্ত্রকে ৬০ কিলোমিটার দূরে থাকতেই আকাশে ধ্বংস করে দিতে পারে এ ব্যবস্থা।