দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের দুবারের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন। আজ রবিবার রাজধানীর বনানী কবরস্থানে বাদ আসর তার দাফন সম্পন্ন হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠে এবং ময়মনসিংহে সৈয়দ আশরাফের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বনানী কবরস্থানে এসে পৌঁছায়। দুপুর থেকেই নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে চিরবিদায় জানাতে উপস্থিত হন বনানী কবরস্থানে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এসময় সৈয়দ আশরাফকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত কাল শনিবার ৫ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়।