রোববার (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সামনে নতুন মন্ত্রিসভার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হলেন ১০ জন। তাঁরা হলেন- শ ম রেজাউল করিম, টিপু মুন্সী, গোলাম দস্তগীর গাজী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম সুজন, এ বি তাজুল ইসলাম, ড. এ কে আবদুল মোমেন, নুরুল ইসলাম সুজন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. শাহাব উদ্দিন।
প্রথমবারের মতো ১৫ জন প্রতিমন্ত্রী হলেন- খালিদ মাহমুদ চৌধুরী, ডা. এনামুর রহমান, আশরাফ আলী খান খসরু, কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমদ, স্বপন ভট্টাচার্য্য, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মো. মাহাবুব আলী, জাকির হোসেন, মো. মুরাদ হোসেন, ফরহাদ হোসেন, জাহিদ আহসান রাসেল, কে এম খালিদ, শরীফ আহমেদ, জাহিদ ফারুক।
তিনজন প্রথম উপমন্ত্রী হলেন- বেগম হাবিবুন্নাহার, এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল আহমেদ চৌধুরী নওফেল।
প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।