দর্পণ ডেস্ক : গত মঙ্গলবার থেকে নিজেদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার ইদলিব প্রদেশে কমপক্ষে পাঁচ শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আরবীভাষী টেলিভিশন চ্যানেল আল-মায়েদিন।

অন্তত পাঁচশ সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে তথাকথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর। এদিকে আল-মায়েদিনের খবরে বলা হয়েছে, চোরাগোপ্তা হামলা এবং বন্দিদের হত্যা করার কারণে নিহতদের সংখ্যা বেড়েছে।

আলেপ্পো প্রদেশের তুর্কি মদদপুষ্ট এনএফএলের অধিকৃত ব্যাপক এলাকা আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত হায়াত তাহরির আস-সাম বা এইটিএস দখল করে নেয়ার পর এ লড়াই শুরু হয়। এনএফএলের সঙ্গে সম্পর্কিত নুর আদ-দিন আজ-জেনকির পাঁচ সদস্যকে হত্যা করার মাধ্যমে এইটিএস এ লড়াইয়ের সূচনা করে।

সংঘর্ষ এখন ইদলিব এবং হামা প্রদেশেও ছড়িয়ে পড়েছে। তথাকথিত ফ্রি সিরিয়ান আর্মিসহ তুর্কি মদদপুষ্ট অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও এতে জড়িয়ে পড়ছে।