দর্পণ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ব্রিটেনের স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা মনে করি বাশার আসাদ সিরিয়ার ক্ষমতায় থাকলে দেশটিতে টেকসই শান্তি আসবে না। তবে তিনি এখনই ক্ষমতা থেকে সরে যাচ্ছেন না তবে রাশিয়ার সমর্থনের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কিছুসময় ক্ষমতায় থাকতে পারবেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট
সিরিয়া থেকে যখন মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এবং দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আরব দেশগুলো এক রকমের প্রতিযোগিতায় নেমেছে তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।
জেরেমি হান্ট তার সাক্ষাৎকারে আরো বলেছেন, ‘সিরিয়ায় সামরিক অভিযান শুরুর মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে রাশিয়া; মস্কোকে সে শান্তি নিশ্চিত করতে হবে’।
সিরিয়ার বাস্তবতা নিয়ে এই প্রথম ব্রিটেনের কোনো মন্ত্রী এত খোলামেলা কথা বললেন। এর আগে সবসময় ব্রিটিশ সরকারের মন্ত্রীরা বলেছেন, বাশার আসাদকে ক্ষমতা ছাড়তে হবে; তিনি কোনোমতেই ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্ত বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন তার অর্থ হচ্ছে রাশিয়ার কারণে বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে না। বাশার আসাদের সাত বছর মেয়াদের ক্ষমতা ২০২১ সালে শেষ হবে।