দর্পন ডেস্ক : প্রথম বারের মতো কংগ্রেসে ঘটেছে কিছু বৈচিত্র্যময় ঘটনা। কংগ্রেসের নিম্নকক্ষ (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে রেকর্ডসংখ্যক নারী শপথ গ্রহণ করলেন। বৃহস্পতিবার এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।
মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা তবে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই। ন্যান্সি পেলোসি নির্বাচিত হয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার।
এছাড়া কংগ্রেসে থাকছেন এবার ইতিহাসের সবচেয়ে কমবয়সী নারী প্রতিনিধি নিউইয়র্কের আলেক্সান্দ্রিয়া ওচাসিও কর্টেজ।
দুই মুসলিম কংগ্রেসওম্যান রাশিদা তালিব ও ইলহান ওমর এবারের প্রতিনিধি পরিষদে এসে ইতিহাস গড়েছেন। এছাড়াও আছেন আদিবাসী দুই মার্কিন নারী ডেবরা হাল্যান্ড ও শেরিস ডেভিডস।
এছাড়া এবারকার কংগ্রেসে দশ জন প্রতিনিধি এলজিবিটি বা সমকামী-উভকামী-রূপান্তরকামী বৈশিষ্ট্যের।
গত দুই বছর ধরে ট্রাম্পের রিপাবলিকান দলের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়লাভ করে ২৩৫টিতে। আর সিনেটে ৫৩-৪৭ আসনে জয়ী হয়েছে।