দর্পণ ডেস্ক : গতকাল নতুন বছরের শুরুতে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন নড়াইল থেকে নির্বাচিত হওয়া বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খেলার মাঠের এই তারকাকে রাজনীতির অঙ্গনে পেয়ে ধন্য অন্য সংসদ সদস্যরাও।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবের হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নিজামউদ্দিন জলিলসহ সবাই তার সঙ্গে সেলফি তুলে ফেসবুক ও টুইটারে পোস্ট করছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ শেষে সংসদ সদস্যরা সংসদ সচিবালয়ের লেভেল-৩ এ সচিবের রুমের পাশে নিজ নামের পাশে স্বাক্ষর করার জন্য ভিড় জমালেও মাশরাফির সাথে ছবি তোলার কথা ভুলেননি কেউ। বরং লেভেল-৩ এ মাশরাফি বিন মর্তুজার সাথে এক ফ্রেমে বন্দি হতে ভিড় করেন সংসদ সদস্যরাও। তাদের পাশাপাশি ছবি তোলার এই তালিকা থেকে বাদ যাননি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীও।