নিজম্ব সংবাদদাতা: পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা এর সাংবাদিকবৃন্দ আজ (২.১.১৯) মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা) এর নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে বঙ্গবন্ধু এভেনিউতে তার হোটেল কক্ষে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া এর আগে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, ২০০১ সালে তনিি বএিনপরি র্প্রাথী আলতাফ চৌধুরীর কাছে পরাজতি হন। তবে ২০০৮ সালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেন এবং আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে শাহজাহান মিয়া দলীয় মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যায়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। আর আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব রুহুল আমিনকে ছেড়ে দেয়। সদ্য সমাপ্ত ২০১৮ সালের নির্বাচনে তিনি জেলা বিএনপি’র সভাপতি আলতাফ হোসেন চৌধুরীকে পুন:রায় বড় ব্যবধানে পরাজিত করে তৃতীয় বারের মত নির্বাচিত হন।
পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা এর সাংবাদিকবৃন্দের সাথে খোলামেলা আলোচনায় তিনি তার পঞ্চাশের দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সুদীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকদের সহযোগীতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও সাংবাদিকদের তার কর্মকান্ডের সংবাদ পত্রিকা ও টিভিতে প্রকাশের মাধ্যমে পাশে থাকার আহ্বান জানান। আধুনিক পটুয়াখালী গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু এভেনিউতে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় অফিসের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাংবাদিকবৃন্দ কুশল বিনিময় করেন।
পিজেএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিজেএফ নির্বাহী কমিটির সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, যুগান্তরের সাবেক ডেপুটি চীফ রিপোর্টার হাসান আরেফিন, সহ-সভাপতি ও বাসসের সিনিয়র রিপোর্টার মোঃ সহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সাপ্তাহিক দীপ্ত প্রত্যয় এর সম্পাদক ও প্রকাশক হরলাল রায় সাগর, কোষাধ্যক্ষ আরটিভি’র সিনিয়র নিউজরুম এডিটর (স্পোর্টস ইনচার্জ) সাইখুল ইসলাম উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশের সাব-এডিটর জাওহার ইকবাল খান, দপ্তর সম্পাদক দর্পণ প্রতিদিন এর যুগ্ম বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার, নির্বাহী সদস্য ভোরের ডাক এর স্টাফ রিপোর্টার বায়েজীদ মুন্সী, আমাদের অর্থনীতি এর স্টাফ রিপোর্টার সুুশান্ত সাহা, লিডনিউজ ২৪.কম এর সাব-এডিটর মোঃ আবদুর রাজ্জাক প্রমুখ।