দর্পণ ডেস্ক : চীন পাকিস্তানের জন্য একটি সর্বাধুনিক রণতরি নির্মাণ করছে। ইতিমধ্যেই চীন পাকিস্তানের জন্য চারটি রণতরি নির্মাণের কাজ শুরু করে দিয়েছে।

চায়না ডেইলির প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পাক- চীন অস্ত্র চুক্তির আওতায় এ গুলো নির্মাণ করা হবে। চীনা নৌবাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটে মতই হবে এ সব রণতরি। সর্বাধুনিক অস্ত্র সজ্জিত এ সব রণতরিকে ডুবোজাহাজ এবং যুদ্ধজাহাজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। পাশাপাশি হানাদার যুদ্ধবিমান রুখে দেয়ার মতো বিমান প্রতিরক্ষার কাজেও একে লাগানো যাবে।

বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ প্রতিরক্ষা ঠিকাদার চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন এ সব রণতরি নির্মাণ করছে। পাকিস্তানের সাগরপথ নিরাপদ করার পাশাপাশি এ সব রণতরি কৌশলগত ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার দায়িত্বে নিয়োজিত হবে বলে চায়না ডেইলি জানিয়েছে।