দর্পণ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ত্রো। কিউবা বিপ্লবের ৬০তম বার্ষিকীতে রাজধানী হাভানায় এক বক্তব্যে তিনি দ্বীপরাষ্ট্র কিউবা ও লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপ এবং সেকেলে সংঘাতের পথে ফেরার জন্য এ ক্ষোভ প্রকাশ করেন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগো ডি কিউবায় ছয় দশক আগে কিউবা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিলেন ফ্রিদেল ক্যাস্ত্রো। গতকাল মঙ্গলবার
সেখানে এক সমাবেশে দাঁড়িয়ে ছোটভাই রাউল ক্যাস্ত্রো ঘোষণা করেন, আবারো মার্কিন সরকার কিউবার সঙ্গে সংঘাতের পথ বেছে নিয়েছে।
বড় ভাই ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবে অংশ নিয়েছিলেন রাউল ক্যাস্ত্রো। তাদের সেই বিপ্লবে ১৯৫৯ সালে মার্কিন সমর্থিত স্বৈরশাসক উৎখাত হয়ে কিউবায় প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট শাসন। এর ফলে তাদের সঙ্গে কয়েক দশকের শীতল যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা। রাউল ক্যাস্ত্রো এর আগে এপ্রিলে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান। কিন্তু ২০২১ সাল পর্যন্ত তিনি কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে থাকবেন।