dawn in Arkaim, Russia

দর্পন ডেস্ক : সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। কোনো কিছুতেই পেছনে ফিরে যাবে না জীবন, যদিও আসে ছন্দপতন। তাই তো নববর্ষ নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক ভাষণে বলেছিলেন, ‘মানুষের নববর্ষ আরামের নববর্ষ নয়; সে এমন শান্তির নববর্ষ নয়; পাখির গান তার গান নয়, অরুণের আলো তার আলো নয়। তার নববর্ষ সংগ্রাম করে আপন অধিকার লাভ করে; আবরণের আবরণকে ছিন্ন বিদীর্ণ করে তবে তার অভ্যুদয় ঘটে।’

ঠিক তাই প্রতিটি নতুন বর্ষে মানুষের নতুন করে আবির্ভাব ঘটে জীবনের পথে। সুন্দরের প্রত্যাশায় উদিত হয় নতুন সূর্য। স্বাগতম ২০১৯।

সোমবার রাত ১২টায় ঘড়ির কাঁটা শূন্যের ঘর অতিক্রমের সঙ্গে সঙ্গেই গণনা শুরু হয়েছে নতুন বছরের। ২০১৮ সালের ফেলে আসা ক্লান্তি, হতাশা, ক্ষোভ, ভুল, দুঃখকে দূরে সরিয়ে দিয়ে নতুন উদ্যমে পথচলার বাসনা নিয়ে পুবাকাশে উঠেছে ২০১৯ সালের সূর্য।

সব কুসংস্কার আর অপশক্তির বাধা জয় করে নতুন স্বপ্ন বুকে নিয়ে বিশ্বের সাথে হাতে হাত ধরে বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। এটাই আজ সবার প্রত্যাশা। রাজনৈতিক, সামাজিক, অথনৈতিক, শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে- এমন প্রত্যাশা প্রতিটি মানুষের।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটানা দশ বছর আওয়ামী লীগ সরকারে থাকায় তৃণমূলের জনগণ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।