দর্পণ ডেস্ক : গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়ার যৌথ অর্থনীতি বিষয়ক দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।
সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন সিরিয়ার অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ সামির আল-খলিল এবং ইরানের সড়ক ও নগর উন্নয়মন্ত্রী মুহাম্মাদ ইসলামি। সভায় দু দেশের কমিটি উন্নয়ন ও বিনিয়োগের উপায় নিয়ে আলোচনা করেন এবং দু দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতৈক্য হয়।
ইরানি মন্ত্রী ইসলামি আশা করেন এই সমঝোতা চূড়ান্ত হবে। অন্যদিকে, সিরিয়ার মন্ত্রী বলেন- দুই পক্ষ বিনিয়োগ, বাণিজ্য এবং ব্যাংকিংসহ অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা আশা করছি ইরানের কোম্পানিগুলো সিরিয়ার পুনর্গঠনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”