দর্পণ ডেস্ক : আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, ‘গত ৪৭ বছরে এমন নির্বাচন দেখেননি বলে ড. কামাল হোসেন যে অভিযোগ করেছেন আসলেই উনি ঠিকই বলেছেন, কারণ ৪৭ বছরের মধ্যে এই নির্বাচন অনেক শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। উনি এরকম নির্বাচন দেখেননি বলেই এ কথা বলেছেন’।

আবদুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ১২ জেলায় আমাদের ১৪ জনের প্রাণহানি ঘটিয়েছে। বিএনপি-জামায়াত আমাদের টার্গেট করে হামলা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কারণে অতীতের চেয়ে সহিংসতা কম হয়েছে।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। গণমাধ্যম থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করবে।’

নির্বাচনের ফলাফলের পর বিএনপি-ঐক্যফ্রন্ট রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুর রহমান বলেন, ‘ঘেরাও করার যে সাংগঠনিক শক্তি দরকার সেটা তাদের নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে’।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুর সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।