দর্পন ডেস্ক : সোমবার গাড়ি চুরি করতে গিয়ে ভেতরে আটকা পড়লেন চোর।বহু চেষ্টার পরও বের হতে পারছিলেন না তিনি। উপায়ান্তর না পেয়ে প্রাণ বাঁচাতে পুলিশকে নিজেই ফোন করে জানালেন তিনি। নরওয়ের ট্রোনডেলগ শহরে মজার এ ঘটনাটি ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮ টার দিকে ১৭ বছর বয়সী ওই চোর পুলিশকে ফোন করেন। সেই চোরকে দ্রুত উদ্ধার করে সরাসরি তাকে থানায় নিয়ে চলে যান পুলিশ কর্মীরা। এরপর ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি টুইটে শেয়ার করেছে ট্রোনডেলগ পুলিশ।তারা জানান, সকাল ৮টায় এক ব্যক্তি ফোন করে জানান, ডিলারের কাছ থেকে গাড়ি চুরি করতে এসেছিলেন তিনি।এখন সেই গাড়ির ভেতরেই আটকা পড়েছেন।

এ বিষয়ে ট্রোনডেলগ পুলিশের নরওয়েজিয়ান রাষ্ট্র সম্প্রচারকারী ইবে কিমো বলেন, পুলিশের কাছে একজন চোরের এভাবে সাহায্য চাওয়া মানেই তিনি ভালো করেই জানেন যে, সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।