দর্পণ ডেস্ক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী র‍্যান্ডি শ্রীভার সম্প্রতি ‘দি অস্ট্রেলিয়ান ডেইলি’-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “কমিউনিস্ট চীন” দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ প্রচেষ্টা রুখতে তিনি মিত্রদেরকে আমেরিকার সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

সাক্ষৎকারে তিনি অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের মতো কিছু দেশের দিকে ইঙ্গিত করে বলেছেন, “দক্ষিণ চীন সাগরে মার্কিন তৎপরতায় অন্য মিত্ররা যোগ দিলে চীনের ওপর চাপ সৃষ্টি হবে।” তিনি আরো বলেন, যদি এসব মিত্র স্বাধীনভাবে জাহাজ চলাচলের অভিযানে অংশ নাও নেয়, তবে তারা অন্তত টহল এবং কিছু অভিযানে উপস্থিত থাকতে পারে।

মার্কিন এ মন্ত্রী অস্ট্রেলিয়াকে অনেকটা উসকানি দিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার অনেক জনস্বার্থ রয়েছে এবং সেখানে অস্ট্রেলিয়ার জন্য চীনের পক্ষ থেকে জোরালো চ্যালেঞ্জ রয়েছে।