প্রতিকী ছবি
রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর-২ আসনের সদর উপজেলার পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে বহনকারী দুটি গাড়ি (মাইক্রো ও লেগুনা) ভাঙচুর করে লেগুনাতে অগ্নিসংযোগ করে। একই সঙ্গে একটি ব্যালট বাক্স ছিনতাই ও আওয়ামী লীগ সমর্থিত আপেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে তারা।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা বন্ধ থাকার পর যথারীতি ভোট গ্রহণ শুরু হয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।