আলিম সোহেল, সাভার প্রতিনিধি : ভোট একেবারেই সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে সাভারে।সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কোন বাধা ছাড়াই।ঢাকা-১৯সাভার আশুলিয়া আসনটিতে দুই হেভীওয়েট প্রার্থী ডাক্তার এনামুর রহমান আওয়ামিলীগের নৌকা প্রতীক নিয়ে এবং ডাক্তার সালাউদ্দিন বাবু ধানের শীষ নিয়ে প্রতিদন্দিতা করেছেন।বেলা বাড়ার সাথে সাথে নৌকার প্রতীক এগিয়ে থাকার কথা শোনা গেল।এই নির্বাচনে কোনভাবেই কোন সমস্যা দেখছেন না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।দুপুরের আগেই অর্ধেকের বেশি ভোট কাষ্টিং শেষ বলে জানালেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ভোটারদের অভিমত দেশের উন্নয়নে যারা কাজ করেছেন তাদেরকেই ভোট দেবেন বলে জানালেন ভোটাররা।তবে সার্বিক দিক বিবেচনায় সাভারে ভোট অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.