ফাইল ছবি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন না হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, উৎসবমুখর হবে এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বদা জনগণের পাশে আছি।
বিভিন্ন জাতীয় নেতাদের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন নেতাদের নিরাপত্তা বিঘ্নিত করার সংবাদ গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হতে দেয়া হবে না।
স্যোসাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে কঠোর থাকার কথা উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ফেক আইডি খুলে যারা নির্বাচনকে বিতর্কিত করতে বা গোলযোগ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুষ্পষ্ট ও কঠোর। আইনশৃঙ্খলা রক্ষায় সমস্ত বাহিনী, সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার সদস্য, সশস্ত্র বাহিনীসহ সবাই কাজ করে যাচ্ছে। কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না।