ফাইল ছবি

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন থাকবে শৈত্যপ্রবাহ। ফলে ওই দিন রাজধানী ঢাকার কিছু অংশ ছাড়া দেশজুড়ে থাকবে মাঝারি ও ভারি শীত।

তাই কনকনে শীত উপেক্ষা করে ভোটের দিন সকালে ভোট দিতে যেতে হবে ভোটারদের।

শনিবার সকালে সমকালকে এমনই তথ্য জানান আবহাওয়বিদ রুহুল কুদ্দুস।

তিনি বলেন, কয়েকদিন ধরে যে শৈত্যপ্রবাহ চলছে তা রোববারও অব্যাহত থাকবে। সকালে ভারি কুয়াশা পড়বে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কমে যাবে এবং রোদও দেখা যেতে পারে। বিকেলে উত্তরাঞ্চলের দিকে আবারও শীত পড়বে।

আগামী ৩/৪ জানুয়ারির আগে চলমান শৈত্যপ্রবাহ থামবে না বলে জানান এই আবহাওয়াবিদ।

গত ২৫ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এটা মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।