দর্পণ ডেস্ক : আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরণের প্রচারণা বন্ধ হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা আজকের দিন পর্যন্ত প্রচার ও সভা-সমাবেশ করার সুযোগ পাচ্ছেন। ফলে আজ দিনটিই হচ্ছে তাদের প্রচারের শেষ দিন।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।