নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগতির সব্জি বোঝাই ট্রাক মহাসড়কের পাশে দাঁড় করানো পুলিশবাহী মাইক্রোবাসের উপরে উল্টে পড়লে রুবেল হোসেন (৩৮) নামে এক হাইওয়ে পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করাসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহত রুবেল বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত এবং পাবনা সদরের বাসিন্দা বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার জানান, সোমবার বিকালে কয়েন কবরস্থানের সামনে হাইওয়ে পুলিশের একটি টিম ডিউটিরত ছিল। এ সময় পুলিশ বহনের কাজে নিয়োজিত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-গ-১২-৬৪৯৯) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী দ্রুতগতির সব্জি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৯৫০৪) বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাসের উপরে উল্টে পড়ে। এতে মাইক্রোবাসের ভেতরে বসে থাকা কনস্টেবল রুবেল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এতে মাইক্রোবাসের যাত্রী আরো দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।