আলিম সোহেল, সাভার প্রতিনিধি:যতই এগিয়ে আসছে নির্বাচন ততই জমে উঠেছে ঢাকা-১৯সাভার আশুলিয়া আসনটি।এই আসনটিতে প্রায় ৭লাখ ভোটারের সকলেই নৌকার পক্ষে একত্রিত বলা চলে।কারন এখানে বিএনপির কোন প্রচারনাই লক্ষনীয় নয়।বিশিষ্টজনদের মতে নৌকার বিশাল গনজোয়ারের কাছে বিএনপি প্রার্থী অসহায় আত্বসমর্পন করেছেন।এমতাবস্তায় নৌকার প্রার্থী ডা:এনামুর রহমানের পক্ষে বিজয় অনিবার্য।