
দর্পন ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির নতুন অভিযোগে সাত বছরের জেল হল। জুলাইতে অন্য একটি দুর্নীতির মামলায় দশ বছরের জেল হয় তার।আবার দুবাইয়ের স্টিলের কারখানার মালিকানা সম্পর্কিত মামলায় তার জেল হয়েছে। জিও নিউজ জানিয়েছে ওই কার কারখানা কেনার টাকা কোথা থেকে পেলেন তা জানাতে পারেননি নওয়াজ।
আগে যখন তার বিরুদ্ধে পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাজা ঘোষণা করছে তখন লন্ডনে ছিলেন নওয়াজ। প্রায় একই সময়ে পাকিস্তানে নির্বাচন ঘোষণা হয়ে যায়। দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী। গ্রেফতার করা হয় নওয়াজকে। এরপর দেশের সাধারণ নির্বাচনে পরাজিত হয় তার দল। একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে ইমরানের দল। তৈরি হয় সরকার। প্রধানমন্ত্রী হন ইমরান খান। অন্যদিকে নতুন এই সাজার পর আরও বিপাকে পড়লেন নওয়াজ। সূত্র- এনডিটিভি।