দর্পণ ডেস্ক : আজ সোমবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিকল্পধারা ও যুক্তফ্রন্টের ইশতেহারের আট দফায় রয়েছে- আইন প্রণয়ন ও প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি, কৃষি ও কৃষকের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, গণতন্ত্র ও ভারসাম্যের রাজনীতি, পরিবেশ, নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং পররাষ্ট্র নীতি। ‘সুন্দর’ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে জানিয়ে বি চৌধুরী বলেন, সর্বস্তরে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন হবে তাদের চূড়ান্ত লক্ষ্য। অসাম্প্রদায়িকতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষণার আগে তিনি বলেন, প্রথমবারের মতো একটি দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। এ নির্বাচন হবে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাতি গণতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়ে বিকল্পধারা সভাপতি বলেন, গ্রাম ও শহরের শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করবেন তারা। বন্ধ করা হবে প্রশ্ন ফাঁস।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, মাহি বি চৌধুরী, গোলাম সারওয়ার মিলন, এইচএম রেজা ও যুক্তফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সরদার শামস আল মামুন।