দর্পণ ডেস্ক : ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, পিরোজপুর,পটুয়াখালী, ফরিদপুর, শরিয়তপুর, নেত্রকোনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও সিলেটসহ প্রায় ২০টি জেলা থেকে শতাধিক তরুণ এখন নড়াইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী মাশরাফির জন্য নিজেদের খরচে গণসংযোগ করছেন।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্য এই ভালোবাসা। এই ভালোবাসা তাদের নিয়ে এসেছে নড়াইলে। সাখাওয়াতের মতো অনেকেরই সারা গায়ে মাশরাফির ছবি। ধ্যানে জ্ঞানে মাশরাফি। কখনো মুখে বাঁশি, কখনো মুখে শুধু মাশরাফি মাশরাফি স্লোগান, আবার কখনও মাশরাফি ভাই এর সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।
এসব মাশরাফি ভক্ত নড়াইলের সম্রাট ও ডলফিন আবাসিক হোটেল এবং জেলা শিল্পকলা একাডেমীতে উঠেছেন। নিজেদের খরচেই খাওয়া এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুন্ডু বলেন, বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক মাশরাফি ভক্ত শিল্পকলা একাডেমীর ৬টি হল রুমে থাকছেন এবং তারা তাদের মতো করে মাশরাফির পক্ষে কাজ করে যাচ্ছেন।
মাশরাফির মামা নাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন জেলা থেকে মাশরাফি ভক্ত আসছেন। তারা অনেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে দিনের দিন চলে যাচ্ছেন, আবার অনেকে শিল্পকলা একাডেমী, বিভিন্ন হোটেলসহ নিজের খরচে থাকছেন।