সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা যুবদল সভাপতি কবির ফকিরসহ বিএনপির পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলা যুবদল সভাপতি কবির ফকির, বিএনপি নেতা মুছা, রাশেদ আহম্মেদ টোকন , হারুন খান ও আবুল কালাম প্যাদা নাশকতার পরিকল্পনা ও আওয়ামীলীগ নির্বাচনী বৈঠকে হামলা মামলার আসামী। শুক্রবার রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আটককৃত বিএনপির পাঁচ নেতা কর্মীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যািিজস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।