দর্পণ ডেস্ক : কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহমাদ মেরীর গণসংযোগের গাড়িবহরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার উপজেলার দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে এই ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সুষ্ঠু ধারার রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাসী। নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়েই আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে ও হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, দড়িকান্দি পথসভাস্থল থেকে মাত্র ৫০ মিটার উত্তরে আমার গাড়িবহরের পেছন থেকে ক্রস করে ৩টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দক্ষিণ দিকে চলে যায়। যত হামলা ও পরিকল্পনাই করা হোক না কেন এই বিজয়ের মাসে ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের নিজস্ব প্যাডে লিখিতভাবে নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করবে। আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেব।
তিতাস থানার ওসি সৈয়দ এহছানুল হক বলেন, সেলিমা আহমাদ মেরীর গণসংযোগের গাড়িবহরে ককটেল নিক্ষেপের বিষয়টি জেনেছি। এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি।