
দর্পণ ডেস্ক : গত শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড চীনে আটক দুই কানাডীয় নাগরিকের মুক্তির দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। এ বিবৃতি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র, বৃটেন ও ইইউ যৌথভাবে সমর্থন জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিবৃতিতে ফ্রিল্যান্ড বলেন, চীনা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারীতার কারণে এ মাসে যে দুই কানাডীয়কে গ্রেপ্তার করা হয়েছে এ জন্য আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।
কানাডার একজন উর্ধ্বতন কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করে সংবাদমাধ্যমকে জানান, কানাডায় কর্মরত চীনা রাষ্ট্রদূতকে তলব করে তাকে এ দাবি সম্পর্কে বলা হয়েছে।
প্রসঙ্গত, কানাডায় হুয়াওয়ের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা মেং ওয়ানঝু কে গ্রেপ্তার করে কানাডা সরকার।
যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানানো হয়। ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখায় তাকে শাস্তির আয়োতায় আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওয়ানঝুকে গ্রেপ্তারের পরই চীনে অবস্থিত তিন কানাডীয়কে গ্রেপ্তার করেছে চীনা সরকার। তবে দেশটি জানিয়েছে, এর সঙ্গে ওয়ানঝুকে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই।