দর্পণ ডেস্ক : আজ শুক্রবার বেলা চারটার দিকে রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ জনসভায় দুপুরের পর থেকেই ইয়ুথ ক্লাব মাঠে জড়ো হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। নৌকার প্রতিকৃতি নিয়ে, নেচে গেয়ে ইয়ুথ ক্লাব মাঠে জড়ো হন নেতাকর্মীরা। তাদের গায়ে লাল-সবুজের পোশাক বর্ণিল করে তুলেছে জনসভাকে।
এর আগে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে বেলা পৌনে তিনটায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁদের সবাই ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি গুলশান এলাকায় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক আকবর হোসেন পাঠান ফারুককে ভোট দিয়ে জয়ী করতে বলেন।