ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা অপর একজনকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।