দর্পণ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্ত্রী হাবিবুন নাহার এমপির পক্ষে নৌকায় ভোট চাইছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এরপর তিনি শেখ আব্দুল হাই সড়ক, পৌরসভা, প্রেসক্লাব সড়ক, সিঙ্গাপুর মার্কেট ও বাজার মসজিদ এলাকায় পথচারীসহ সকল দোকানপাট এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে স্ত্রী হাবিবুন নাহার এমপির জন্য নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।