দর্পণ ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর (বুধবার) সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টায় বিমানযোগে সিলেট যাবেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেন জানান, ওই দিন সিলেট পৌঁছে প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নগরের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।