দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “এসো সবাই শপথ পড়ি, মাদক মুক্ত সমাজ গড়ি” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর কিশোরী ক্রিকেট লীগের ফাইনাল খেলা বৃহস্পতিবার সকাল ১১টায় পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইস) এর আয়োজনে ও ইউনিসেফের আর্থিক সহযোগীতায় ফাইনাল খেলার উদ্ধোধন করেন ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চীফ এ এইচ তৌফিক আহমেদ ও ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মুমিনুন নেছা শিখা। পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ। খেলায় নীলগঞ্জ বিশোর দল টিয়াখালী কিশোর দলকে ২৫ রানে এবং টিয়াখালী কিশোরী দল নীলগঞ্জ কিশোরী দলকে ২ রানে হারিয়ে বিজয়ী হয়েছে। সিএমইস এর উপজেলা কো-অর্ডিনেটর মো. রশিদুল ইসলাম ও সোস্যাল ওয়ার্কার মো. সাইফুর রহমান বলেন, কিশোর কিশোরী ক্ষমতায়নের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার পাঁটি ইউনিয়নে ৪৫ টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ পাঁচটি ক্লাবে স্কুল-মাদরাসা থেকে ঝরে পড়া ৬৮ ছাত্র-ছাত্রী ও ১০৬ জন প্রতিবন্ধীসহ ১৩৫০ জন ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরী রয়েছে। সমাজে পিছিয়ে পড়া এ শিশুদের শিক্ষা,স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে তারা কাজ করছেন বলে জানান।