দর্পন ডেস্ক : পরনে সেই পরিচিত সরু পাড়ের সাদা শাড়ি। চেনা চপ্পল। হাতে ধরা স্মার্টফোন। ব্যস্তসমস্ত হয়ে গাড়ি থেকে নেমেই সামনে এগোতে যাবেন। কিন্তু, থমকে গেলেন আশপাশে জড়ো হওয়া ফোটোগ্রাফারদের চিৎকারে। ক্যামেরার সামনে পোজ দেওয়ার অনুরোধ। তা-ও মেটালেন তিনি। ঘুরে দাঁড়িয়ে হাত তুলে নমস্কার ছুড়ে দিলেন। সেই চেনা ভঙ্গিতে। সঙ্গে সঙ্গেই ক্লিক ক্লিক ক্লিক… । ক্যামেরার ফ্ল্যাশবাল্‌বের ঝলকানি।

না! তিনি কোনও বলিউডি সুপারস্টার নন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ অাম্বানী এবং নীতা অাম্বানীর মেয়ে ঈশার বিয়েতে এভাবেই এন্ট্রি নিলেন মমতা। কারিশমায় কোনো বলিউডি সুপারস্টারের চেয়ে যেন কম নন, তা বুঝিয়ে দিল ফোটগ্রাফারদের অসংখ্য অনুরোধ।

বুধবার সন্ধ্যা হতেই যেন চাঁদের হাট বসেছে মুম্বাইয়ের অ্যান্তিলিয়া বিল্ডিংয়ে। সেখানেই যে আনন্দ পিরামলের সঙ্গে ঈশার বিয়ে।

সেই বিগ ফ্যাট ওয়েডিং-এর গেস্ট লিস্টে কে নেই সেটাই যেন গোনা সহজ। মুকেশের পরিবার, আত্মীয়-স্বজন তো রয়েইছেন। আর রয়েছেন তামাম বলিউড তারকারা। আনন্দবাজার