দর্পণ ডেস্ক : বুধবার সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকেলে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের ৫ নেতা মাজার জিয়ারতের মাধ্যমে ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেন, জনগণ দেশের মালিক। আর সুষ্ঠু নির্বাচন না হলে তাদের মালিকানা থাকে না। দেশে জনগণের মালিকানা না থাকলে স্বাধীনতাও থাকে না। স্বাধীনতার লক্ষ্যই সুষ্ঠু নির্বাচনের আয়োজন।
ড. কামাল হোসেন বলেন, প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের আলামত নয়। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন আদায় করে নিতে হবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ তারিখ সকালে আপনারা ভোট দেবেন। ভোটকেন্দ্র পাহাড়া দেবেন। দুই নম্বরি করতে দেবেন না। নির্বাচনে লড়ে যাবো আমরা।
ড. কামাল বলেন, সারাদেশে ঐক্যফ্রন্টের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা সফল হতে পারি।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে। তবুও আমরা নির্বাচনে আছি এবং থাকবো।
নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা। সরকারের ‘অসৎ’ উদ্দেশ্য সমর্থন করা তাদের দায়িত্ব নয়। ভোটার যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
বুধবার সন্ধ্যা ৫টায় সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আসম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ তার সাথে ছিলেন।