দর্পণ ডেস্ক : আদালতের নির্দেশনা সত্ত্বেও বুধবার প্রতীক বরাদ্দ পাননি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে তিনি প্রচারে নামতে পারেননি। হিরো আলম এর আগে ঘোষণা দিয়েছিলেন বুধবার তিনি তার পছন্দের প্রতীক ‘সিংহ’ পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন।
বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ জানান, আশরাফুল আলাম ওরফে হিরো আলম আদালতের দেয়া যে আদেশের কপি দাখিল করেছেন তা যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন এখন যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
হিরো আলম বলেন, ‘যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি নির্বাচনে লড়বই।