দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়েছে মঙ্গলবার রাতে। ওই ম্যাচে নাপোলিকে বিদায় করে শেষ ষোলোয়া গেছে লিভারপুল। তাদের গ্রুপ সঙ্গী পিএসজি। এছাড়া বার্সার সঙ্গে সমতা করে শেষ ষোলোয় গেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। বাদ পড়েছে ইন্টার মিলান। নকআউট পর্বের ১৬ দলের মধ্যে ১৫ দল শেষ ষোলো নিশ্চিত করেছে।
গ্রুপ ‘এ’
এই গ্রুপ থেকে শেষ ষোলোয় গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডু। বাদ পড়েছে মোনাকো এবং ব্রুজ। গ্রুপ সেরা হয়েছে ডর্টমুন্ডু।
গ্রুপ ‘বি’
গ্রুপ ‘বি’ থেকে বার্সাকে ঠেকাতে পারেনি কেউ। তবে ইন্টার মিলান এবং টটেনহ্যামের মধ্যে হয়েছে লড়াই। ইন্টার এবং টটেনহ্যামের পয়েন্টও সমান। গোল ব্যবধানে শেষ ষোলোয় গেছে টটেনহ্যাম।
গ্রুপ ‘সি’
গ্রুপ সেরা হয়েছে গেল সপ্তাহে গ্রুপ পর্বে বাদ পড়ায় শঙ্কায় থাকা পিএসজি এবং দ্বিতীয় লিভারপুল।
গ্রুপ ‘ডি’
এই গ্রুপের দলগুলোর ভাগ্য বটে। স্প্যানিশ, ইংলিশ, ইতালি, জার্মানির কোন দল ছিল না গ্রুপে। আর সেই সুযোগে পোর্ত গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয়। আর দ্বিতীয় হয়ে নকআউট পর্বে শালকে।
গ্রুপ ‘ই’
একটি করে ম্যাচ বাকি থাকতে বায়ার্ন মিউনিখ এবং আয়াক্সের শেষ ষোলো নিশ্চিত হয়েছে।
গ্রুপ ‘এফ’
এক মাচ হাতে রেখে শেষ ষোলোয় ম্যানসিটি। লিঁও ৮ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত।
গ্রুপ ‘জি’
১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। এরপর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রোমা। দু’দলেরই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে।
গ্রুপ ‘এইচ’
শেষ ষোলো নিশ্চিত হয়েছে জুভেন্টাস এবং ম্যানইউর। জুভেন্টাস শীর্ষে আছে। দ্বিতীয় ম্যানইউ।