দর্পন ডেস্ক : অ্যান্তিলিয়াতে আর কিছুক্ষণের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন ঈশা অাম্বানী এবং আনন্দ পিরামল। সাজ সাজ রব মুম্বাইজুড়ে। অ্যান্তিলিয়ার আলোয় আলোকিত মায়ানগরী।উপস্থিত হয়েছেন বলিউড তারকাও। তবে তারও আগে মহা আরতি পর্ব সেরে ফেললেন মুকেশ অাম্বানী কন্যা। দেখে নেওয়া যাক অ্যান্তিলিয়া ঈশার বিয়ের তোড়জোড়ের কিছু ছবি।

বরযাত্রীদের নিয়ে ইতিমধ্যেই চলে এসেছেন বর। ভিন্টেজ কারে চড়ে অ্যান্টিলিয়াতে প্রবেশ করেছেন আনন্দ পিরামল।

ঈশা এবং আনন্দকে শুভকামনা জানাতে হাজির হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

বরযাত্রী আসার কিছু পরেই অ্যান্তিলিয়াতে প্রবেশ করতে দেখা যায় সস্ত্রীক আমির খানকে। আমিরের পরনে সাদা কুর্তি আর নীল লেহেঙ্গায় সেজেছেন কিরণ রাও।

ছেলে অর্জুন টেন্ডুলকারকে সঙ্গে নিয়ে হাজির সস্ত্রীক শচিন টেন্ডুলকার। ট্র্যাডিশনাল পোশাকেই এ দিন দেখা মিলল শচিনের পরিবারের।

শুধু উদয়পুরে নয়। অ্যান্তিলিয়াতেও হাজির হিলারি ক্লিনটন।

ভিড়ের মাঝে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রী কিয়ারা আদবাণীকেও।

তারকা থেকে শুরু করে বরযাত্রী অবধি চলে এলো। কিন্তু অাম্বানী পরিবারের বাকিরা? টিনা অাম্বানীকে সঙ্গে নিয়ে ঢুকলেন অনিল অাম্বানী। তাদের সঙ্গেই এলেন মুকেশের দুই পুত্র আনন্দ এবং আকাশ। সঙ্গে তাদের হবু স্ত্রীরা, রাধিকা এবং শ্লোকা।

মেয়ে, নাতনি আর স্ত্রীকে সঙ্গে নিয়ে অ্যান্তিলিয়ায় চলে এসেছেন বিগ বি অমিতাভ বচ্চনও।

বিয়েতে যাওয়ার আগে সেজেগুজে ছবিও শেয়ার করেছেন শ্বেতা বচ্চন। একা নয়। মা, বাবা এবং মেয়েকে সঙ্গে নিয়েই ছবি শেয়ার করেছেন শ্বেতা।
বন্ধু ঈশার বিয়ে। প্রি-ওয়েডিং সেলিব্রেশনে তো ছিলেনই। আবার ওমানে হানিমুন সেরেই তড়িঘড়ি চলে এসেছেন মুম্বাই।

আরাধ্যাকে সঙ্গে নিয়ে অভিষেক আর ঐশ্বরিয়াও চলে এসেছেন। ট্র্যাডিশনাল পোশাকে দেখা মিলেছে তাদেরও।আনন্দবাজার।