দর্পণ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন। সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এরশাদের সঙ্গে গেছেন।

এর আগে সোমবার বিকেলে এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুসেইন মুহম্মদ এরশাদ মেডিকেল চেকআপের জন্য রাতে সিঙ্গাপুরে যাচ্ছেন। এবং চিকিৎসা শেষে জাপা চেয়ারম্যান দ্রুতই দেশে ফিরবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।