দর্পণ ডেস্ক : হাইকোর্ট বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন ।
সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, প্রার্থিতা ফিরে পেয়েছি। আমি একাই লড়াই করলাম। আমার পাশে মিডিয়া ছাড়া কেউ ছিল না।
জাতীয় পার্টি হয়ে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন পাননি হিরো আলম। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।
২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে হিরো আলমের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ার কথা বলে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। পরে নির্বাচন কমিশনে আপিল করলেও ৬ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর প্রার্থিতা ফিরে পেতে রোববার হাইকোর্টে রিট করেন হিরো আলম। সেই রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন।
অ্যাডভোকেট কাওছার আলী আদালতে হিরো আলমের রিটের পক্ষে শুনানিতে অংশ নেন।