দর্পণ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়া এবিএম রুহুল আমিন হাওলাদারকে হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বিশেষ সহকারী মনোনীত করা হয়েছে।
শনিবার রাতে এ নিয়োগ দেয়া হয়। জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তার পদমর্যাদা পার্টির চেয়ারম্যানের পরে ‘দ্বিতীয় স্থানে’ জানিয়ে শনিবার রাতে এই নিয়োগ দিয়েছেন এরশাদ।
নিয়োগের বিষয়টি জানিয়ে দেয়া বিজ্ঞপ্তিতে এরশাদ বলেছেন, পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
ঋণখেলাপির কারণে রুহুল আমিন হাওলাদারের নির্বাচনের মনোনয়নপত্র বাতিল এবং তার বিরুদ্ধে পার্টির মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভের মুখে গত ৩ ডিসেম্বর মহাসচিব পদে রদবদল আনেন এরশাদ।