দর্পণ ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’ প্রতিযোগিতার পর্দা নেমেছে। এবার এই প্রতিযোগিতার মুকুট নিজের করে নিয়েছেন মেক্সিকোর সুন্দরী ভেনেসা পন্স দে লিওন।

শনিবার চীনের সানায়াতে স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের চূড়ান্ত পর্ব। আর এই পর্বে একে একে সব বাধা পেরিয়ে নতুন বিশ্ব সুন্দরী হিসেবে আবির্ভূত হন মিস মেক্সিকো ভেনেসা।

নতুন বিশ্ব সুন্দরীর নাম ঘোষণার পর তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবার এই মুকুট জয় করা ভারতের সুন্দরী মানুসি চিল্লার।

বিশ্বের ১১৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড-২০১৮’র মুকুট জিতে নিলেন ২৬ বছর বয়সী ভেনেসা পন্স।

৫ ফুট ৭ ইঞ্চি দীর্ঘ এই সুন্দরীর চোখ কালো আর চুল বাদামি রঙের। ১৯৯২ সালের ৭ মার্চ মেক্সিকোতে জন্মগ্রহণ করে ভেনেসা পন্স দে লিওন ছোটবেলা থেকেই তিনি শোবিজের সঙ্গে জড়িত। নিজের দেশে নানা রকম সুন্দরী ও মডেল প্রতিযোগতায় নির্বাচিত হয়েছেন তিনি।

নতুন বিশ্ব সুন্দরী ভেনেসা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পছন্দ করেন। পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাও করেন তিনি। স্কুবা ডাইভিংও ভীষণ পছন্দ স্প্যানিশের পাশাপাশি ইংরেজি জানা এ সুন্দরীর। এছাড়া ভলিবল খেলতে ও ছবি আঁকতে ভালোবাসেন ২৬ বছর বয়সী ভেনেসা।

ফাইনাল অনুষ্ঠিত হয় সেরা ৩০ জন বিজয়ীকে নিয়ে। এই তালিকায় ছিলেন বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশীও। তিনি সেরা ১২ বাছাইয়ে বাদ পড়েন।

এ বছর ‘বিউটি উইথ এ পারপাস’ হয়েছেন নেপালের সুন্দরী শৃঙ্খলা খাতিওয়াদা। এছাড়া রানারআপ এবং ‘মিস এশিয়া ও ওশেনিয়া’ হয়েছেন থাইল্যান্ডের সুন্দরী নিকোলেন পিছাপা লিমসনুকান।

এছাড়া এবার বেলারুশের সুন্দরী মারিয়া ভাসিলেভিচ ‘মিস ইউরোপ’, জ্যামাইকার সুন্দরী কাদিজাহ রবিনসন ‘মিস ক্যারিবিয়ান’, উগান্ডার সুন্দরী কুইন আবেনাকিয়ো ‘মিস আফ্রিকা’ ও পানামার সুন্দরীর সোলারিস বারবা ‘মিস আমেরিকা’ হয়েছেন।

গতবারের মতো এবারও বাংলাদেশের প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় প্রতিযোগিতাটিকে ঘিরে বাংলাদেশিদের মাঝেও ব্যাপক আগ্রহ ছিল। তবে গতবারের মতো এবারও হতাশ হতে হয়েছে তাদের।