দর্পণ ডেস্ক : আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামী বাজেটের আকার হবে ১০ লাখ কোটি টাকা।

শুক্রবার ক্যাম্পাস উন্নয়ন কেন্দ্র আয়োজিত যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্যাম্পাসের ৩৬ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রাখায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

অর্থমন্ত্রী আরো বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। তাই সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একের পর এক মেগা প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।