দর্পন ডেস্ক : রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া আর তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাও ফিরে আসবেন কিনা তা জানা যাবে আগামী ১১ ডিসেম্বর। রাজস্থানে কংগ্রেস আর তেলেঙ্গানায় মহাজোট চ্যালেঞ্জের মুখে ফেলেছে তাদের। মূল লড়াই তাদের সঙ্গেই।
প্রার্থীদের ব্যস্ত প্রচারণার পর বিধানসভা নির্বাচনের ভোট চলছে রাজস্থান ও তেলেঙ্গানায়। শুক্রবার সকাল থেকেই ভোটের লাইনে চলছে দলগুলোর ভাগ্যনির্ধারণ।
রাজস্থানে ভোট হচ্ছে ১৯৯টি কেন্দ্রে এবং তেলেঙ্গনায় ১১৯টিতে ভোট চলছে। তেলেঙ্গানায় ভোটের শুরুতেই ইভিএমের গোলমালের খবর এসেছে হায়দরাবাদ, পেডাপল্লি, করিমনগর এবং খাম্মাম থেকে।