দর্পণ ডেস্ক : আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা’ বিষয়ে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রণ্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহুমুদর রহমান মান্না বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যতই মামলা, গ্রেপ্তার আর নির্যাতন চলুক তারা নির্বাচনী লড়াইের মাঠ ছাড়বেন না কেউ।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন চোখ কানা করে একদিকে তাকিয়ে দেখলেতো নির্বাচন করা যাবে না। তবে তারা ও সরকার মিলে যা-ই করুক না কেনো নির্বাচনে লড়াইয়ের মাঠ ছাড়ছি না। কারণ এই নির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ হিসাবে নিয়েছে জাতীয় ঐক্যফ্রণ্ট।
পুলিশ প্রশাসনে কর্মকর্তাদের উদ্দেশে মান্না বলেন, আপনারাও এই দেশের সন্তান এবং আপনারা নাগরিকদের করের টাকায় বেতন পান। তারা সবাই এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেন, যেখানে নাগরিকগণ রাষ্ট্রীয় বাহিনীকে তার সেবক হিসাবে পাবে এবং সবাই শান্তিতে সহাবস্থান করবে। কিন্তু সেই সহাবস্থানের জরুরি পূর্বশর্ত হল, পুলিশ বর্তমানে বিরোধীদলীয় নেতাকর্মীদের যে হয়রানি করছে সেটা এই মুহূর্তেই সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
মান্না বলেন, সারাদেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। অবিশ্বাস্যভাবে এই গেপ্তারের তালিকায় অনেক সম্ভাব্য প্রার্থী রয়েছে। একজন সম্ভাব্য প্রার্থীকে হোটেল রুম থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার সংবাদও পেয়েছি। নির্বাচনের আর খুব কম সময় বাকি থাকলেও এসব বিষয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহে আলম, নাগরিক ঐক্যের সদস্য ফজলুর রহমান, শহিদুলল্গাহ কায়সার প্রমুখ।