দর্পণ ডেস্ক : মঙ্গলবার দুপুরে বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাঙ্গা জানিয়েছেন, ‘এরশাদ হান্ড্রেড পারসেন্ট ফিট রয়েছেন। তবে তার বাইরে যাওয়া জরুরি। এটা হবে ১০ তারিখের পর’।
তিনি সাংবাদিকদের এবিমএম রুহুল আমিন হাওলাদারের প্রসঙ্গে বলেন, ‘ ‘শারীরিকভাবে অসুস্থ’ থাকায় দল পরিচালনায় ‘অক্ষমতার’ কথা জানিয়ে তিনি নিজেই । হুসেইন মুহম্মদ এরশাদের হাতে পদত্যাগপত্রও তিনি জমা দিয়েছেন’।
নব্বইয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কখনো আওয়ামী লীগ, কখনো আবার বিএনপির সঙ্গে জোট বাঁধার ঘোষণা দিয়ে জাতীয় নির্বাচনের আগে আলোচনায় উঠে আসেন এরশাদ।
জাতীয় সংসদ নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। এর আগেও ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন।