দর্পন ডেস্ক : পাবনায় সোমবার সন্ধ্যা ৭ টার দিকে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন দুই নারীসহ অন্তত ১০ জন। নিহতরা হলেন-ভাড়ারা গ্রামের মৃত আহেদ আলী শেখের ছেলে আওয়ামী লীগ কর্মি আব্দুল মালেক শেখ (৪৫) এবং মৃত বহের খার ছেলে মুক্তিযোদ্ধা লস্কর খা (৬৫)।

পাবনার পুলিশ সুপার শেখ মো. রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাবনার ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান গ্রুপ এবং গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সুলতান খান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। আগামী সংসদ নির্বাচনে ঐ এলাকায় কে হবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় তারই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা হামলার সাথে জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান রকি বলেন, বালু উত্তোলন ও জলাশয় দখল এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই।